7941

01/27/2026 এবার সুপারম্যান হচ্ছেন বনি সেনগুপ্ত!

এবার সুপারম্যান হচ্ছেন বনি সেনগুপ্ত!

রাজটাইমস ডেস্ক

১ জানুয়ারী ২০২২ ০৯:০১

ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র সুপারম্যান। এই চরিত্রকে ঘিরে অনেক সিনেমা হয়েছে। বিশ্বব্যাপী সেগুলো পেয়েছে আকাশচুম্বী সাফল্যও। বিভিন্ন সময় সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ রিভস, ডিন চেইন, টম ওয়েলিং, কিংবা হেনরি কেভিলের মতো তারকারা।

এবার সুপারম্যান হয়ে পর্দায় আসতে চলেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত! অবাক হওয়ার প্রয়োজন নেই। কেননা, এটি হলিউডের সুপারম্যান নয়। এটি নিতান্তই কলকাতার সিনেমা। যেটার নাম দেওয়া হয়েছে ‘সুপারম্যান’।

সিনেমাটি নির্মাণ করছেন রিনো দত্ত। এখানে উঠে আসবে গ্রামের এক সাধারণ ছেলের গল্প। যে পরিস্থিতির মুখে পড়ে কীভাবে সাধারণ থেকে জনমানুষের কাছে সুপারম্যান হয়ে ওঠে। তার সহযোগিতার ম্যাজিক ছড়িয়ে যায় গ্রামের অন্যদের মধ্যেও।

এ প্রসঙ্গে পরিচালক রিনো দত্ত বলেন, ‘করোনা আবহে অনেক মানুষই শুধু নিজের স্বার্থ নিয়ে না ভেবে অন্যের পাশে এসে দাঁড়ান। আজও বন্ধু শব্দের সঠিক অর্থ হারিয়ে যায়নি। সেসব মানুষদের থেকে অনুপ্রেরণা পেয়েই আমার এই সিনেমা।’

এই সিনেমায় বনির সঙ্গে অভিনয় করবেন ঈশানী ঘোষ। এছাড়া ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শণা বণিককে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]