795

03/15/2025 রাজশাহীতে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় বিচার দাবি

রাজশাহীতে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় বিচার দাবি

রাজটাইমস ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২০ ২০:০২

রাজশাহীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার ঘটনার প্রতিবাদে নগরীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ আগস্ট) নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী সংগ্রাম রক্ষা পরিষদের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় পরিষদের নেতাকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত ইন্টার্নি চিকিৎসক শোভন সাহা ও আবদুর রহিমকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

পাশাপাশি মানববন্ধন থেকে রামেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের দাবি ও জানানো হয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]