7958

04/20/2025 রাসিক মেয়রের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারী ২০২২ ১০:২০

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। শনিবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নতুন বিভাগীয় কমিশনার। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারির কারণে আমাদের উন্নয়ন কার্যক্রম সীমিত ছিল। এখন নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চারলেন ও ছয়লেনে উন্নীত করা হচ্ছে। দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতায় ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে।

চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে আরো উল্লেখ্যযোগ্য অগ্রগতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলমান উন্নয়ন আগামীতে রাজশাহীর ব্যাপক পরিবর্তন হবে। সভায় নতুন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ রাজশাহী মহানরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন। এ সময় রাসিক মেয়র মহোদয়ের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]