7974

04/04/2025 পরীমনির আদালতে হাজিরা

পরীমনির আদালতে হাজিরা

রাজটাইমস ডেস্ক

৩ জানুয়ারী ২০২২ ০২:২৫

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রোববার দুপুর সোয়া ১২টায় আদালতে হাজির হন তিনি।

এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমানের মৃত্যুতে রোববার নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এজন্য চার্জশুনানি হয়নি। আদালত আগামী ৫ জানুয়ারি চার্জ শুনানির তারিখ ধার্য করেন।

পরে দুপুর পৌনে একটার দিকে আদালত ছেড়ে চলে যান পরীমনি।

এই মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যা ব। বাসা থেকে বিপুল মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

এই মামলায় কয়েক দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]