7975

04/18/2025  সরকার শিক্ষাখাতে অনেক বেশি গুরুত্ব দিয়েছে: লিটন

 সরকার শিক্ষাখাতে অনেক বেশি গুরুত্ব দিয়েছে: লিটন

নিজস্ব প্রতিবেদক

৩ জানুয়ারী ২০২২ ০২:২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষাখাতে সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। স্কুল ও কলেজের নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নেও সরকার কাজ করছে।

রাজশাহী মহানগরীর খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতেও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে, দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। শহরে তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে।

খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মেয়র আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]