7988

05/12/2025 এটা চাকরি নয়, এটা সেবা : স্বরাষ্ট্রমন্ত্রী

এটা চাকরি নয়, এটা সেবা : স্বরাষ্ট্রমন্ত্রী

চারঘাট প্রতিনিধি

৩ জানুয়ারী ২০২২ ১০:১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্য দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। কারো দয়া বা তদবিরে তোমাদের চাকরি হয়নি। তাই তোমরা তোমাদের কর্মজীবনে স্বচ্ছতার সঙ্গে সমাজের অনিয়ম ও দুর্নীতি দূর করে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমাদের ওপর ওর্পিত দায়িত্ব পালন করবে।

রোববার বাংলাদেশ পুলিশে ৩০০০ নব-নিয়োগপ্রাপ্ত ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল' ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মনে রাখবে এটা চাকরি নয়, এটা সেবা। আর সেবার মনোভাব নিয়ে তোমাদের সামনের দিনগুলোকে আরও উজ্জ্বল করতে হবে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনে সব সময় থাকতে হবে সজাগ। সমাজের গরিব, ভ্যানচালকরা যাতে তোমাদের কাছ থেকে সমান সেবা পায় সেদিকে কঠোর লক্ষ্য রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার পুলিশ বাহীনিকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে পুলিশ বাহিনীর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য আসামি গ্রেফতার ও যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বমানের পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।

এর আগে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম বলেছেন, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তোমরা অনেকেই গরিব, রিকশাওয়ালা, ভ্যানচালক ও দিনমজুর পিতার সন্তান হিসেবে চাকরিতে নিয়োগ পেয়েছ। তোমরা তোমাদের দক্ষতায় এ পেশায় আসতে পেরেছ। তোমাদের এ পেশায় আসতে সাতটি ধাপ অতিক্রম করে আসতে হয়েছে। মনে রাখবে তোমরাও কোনো না কোনো গরিব পিতার সন্তান। তাই সেবাগ্রহীতা কেউ যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকে কঠোর নজরদারি রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]