03/14/2025 মহানন্দা নদীতে ডুবে নববিবাহিত যুবকের মৃত্যু
রাজশাহী টাইমস
২ জুন ২০২০ ০৩:৫২
চাঁপাইনবাবগঞ্জেমহানন্দা নদীতে ডুবে নীরব(২০) নামে নববিবাহিত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মাত্র সাতদিন পূর্বে গত ঈদ-উল-ফিতরের পরদিন গত ২৬'মে তার বিয়ে হয়। রাজমিস্ত্রী নীবর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিগ্রাম এলাকার মাে.নুরুলের ছেলে ।
সোমবার দুপুর দেড়টার দিকে শ্বশুর বাড়ি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বামুন গ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে মহানন্দা নদীতে গোসল করার সময় নীরব ডুবে যায়। পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিন স্টেশন ও রাজশাহী থেকে আসা ডুবুরী দল সন্ধ্যা সােয়া ৬ টার দিকে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করে ।