04/08/2025 আ.লীগের দুই গ্রুপের কর্মসূচিতে নাচোলে ১৪৪ ধারা
রাজ টাইমস
৪ জানুয়ারী ২০২২ ১০:৪২
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একই জায়গায় আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।
নাচোল বাসস্ট্যান্ড মোড়ে সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়ে ১৪৪ ধারা জারি থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল রশিদ খান ঝালু নিউজবাংলাকে জানান, কয়েক দিন আগে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ কারণে তাকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির দাবিতে বাসস্ট্যান্ড মোড়ে সোমবার সকালে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।
এই মানববন্ধন প্রতিহতের ঘোষণা দেয় আব্দুল কাদেরের নেতৃত্বাধীন গ্রুপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ জানান, দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল ৭টার আগেই পুরো এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও জানান ইউএনও শরিফ।