04/08/2025 এক লাফেই পানির দাম তিনগুণ বাড়াচ্ছে রাজশাহী ওয়াসা!
রাজটাইমস ডেস্ক
৪ জানুয়ারী ২০২২ ১০:৫৯
রাজশাহীতে এক লাফে তিন গুণ বাড়ানো হচ্ছে ওয়াসার পানির দাম। রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশণ কর্তৃপক্ষ (ওয়াসা) আগামী ১ ফেব্রুয়ারি থেকেই নতুন দাম কার্যকর করবে।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে প্রতি এক হাজার লিটার পানি উত্তোলন, পরিশোধন ও সরবরাহে ওয়াসার খরচ হয় ৮ টাকা ৯০ পয়সা, কিন্তু তা সরবরাহ করা হয় অনেক কম দামে। এ কারণে বিপুল পরিমাণ লোকসান হয় সরকারি সংস্থাটির। তাই দাম বাড়িয়ে লোকসান কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এতদিন আবাসিক সংযোগে প্রতি এক হাজার লিটার পানির দাম ধরা হতো ২ টাকা ২৭ পয়সা। তা বেড়ে হচ্ছে ৬ টাকা ৮১ পয়সা।
বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে হাজার লিটার পানির মূল্য ধরা হবে ১৩ টাকা ৬২ পয়সা। এখন এই পানির দাম ৪ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ সব ক্ষেত্রেই পানির দাম বাড়ছে তিন গুণ।
এক লাফে দাম তিনগুণ দাম বাড়ানোর সমালোচনা করেছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
তিনি বলেন, ‘ওয়াসা এখন পর্যন্ত আমাদের সুপেয় পানিই নিশ্চিত করতে পারেনি। পানি পানের উপযোগী নয়। পানির মান ঠিক করার আগেই দাম বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত। এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেয়া হতে পারে।’
রানীবাজার এলাকার বাসিন্দা সাইদুর রহমানও ওয়াসার সিদ্ধান্তে ক্ষুব্ধ। তিনি বলেন, ‘এক সঙ্গে এতটা বিল বাড়ানোর সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মানতে পারি না। এটা অযৌক্তিক।’