03/15/2025 করোনায় প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
৭ সেপ্টেম্বর ২০২০ ২২:১৪
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হাসান মির্জা (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
আবু হাসান মির্জা মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিঞা শোভন বলেন, চারদিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যান চিকিৎসার জন্য। পরে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান।
কাফি/১