8026

05/13/2025 জাল ভোট দেয়ার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থীর বাবাসহ আটক ৮

জাল ভোট দেয়ার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থীর বাবাসহ আটক ৮

রাজটাইমস ডেস্ক

৬ জানুয়ারী ২০২২ ০১:২৫

শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের ভাটি লংগর পাড়া ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ও জাল ভোট দেয়ার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থীর বাবাসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে।

নৌকা প্রতীকের ওই প্রার্থীর নাম মো. দুলাল মিয়া। তার বাবা মো. আশরাফ আলী এবং নৌকার এজেন্টসহ ৮ জনকে আটক করেছে শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউর বহমান।

আজ দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ চলাকালে আটককৃতরা জাল ভোট এবং ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার এবং বিশৃঙ্খলা করার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্য দুইজন নৌকা প্রতীকের এজেন্ট রয়েছে।
বিষয়টি শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউর বহমান নিশ্চিত করেছেন।

সূত্র:বিডি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]