04/17/2025 রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ গুন
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারী ২০২২ ০২:৩০
রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ গুন। একদিনে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের পজেটিভ এসেছে।
রাজশাহীর পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজেটিভ এসেছে। তারা সবাই রাজশাহীর বাসিন্দা। এরা আগের দিন সোমবার ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং গত রোববার ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়।