03/15/2025 রাসিক মেয়রের সাথে আরএমপির বিদায়ী কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রাজটাইমস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৯
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিদায়ী পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
নগরের আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপিকে রাসিক মেয়রের সার্বিক সহযোগিতায় মেয়রের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী পুলিশ কমিশনার। রাসিক মেয়র তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরএমপি‘র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।