8046

04/17/2025 আজ ঢাকায় আসছে কুইন্স ব্যাটন

আজ ঢাকায় আসছে কুইন্স ব্যাটন

রাজটাইমস ডেস্ক

৬ জানুয়ারী ২০২২ ১৯:২৯

পাঁচ দিনের সফরে ২২তম কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ইংল্যান্ডের বার্মিংহাম শহরে আগামী ২৮ জুলাই থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের রানীর বার্তা নিয়ে কমনওয়েলথ ভুক্ত দেশ পরিভ্রমণের অংশ হিসেবে কাল কুইন্স ব্যাটনটি বাংলাদেশ সফরে আসছে।

শ্রীলংকা থেকে আজ সকাল সাড়ে ১১টায় ব্যাটনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করবে বলে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়ে যাওয়া হবে ব্যাটনটি। সবশেষ ৯ জানুয়ারি রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অলিম্পিক ভবনে আনা হবে রানীর বার্তাবাহক কুইন্স ব্যাটন।

কমনওয়েলথ ভুক্ত ৭২টি দেশ ও অঞ্চলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অংশ হিসেবে কুইন্স ব্যাটন র‌্যালিটি বিশেষ ভুমিকা পালন করে। গত বছর ৭ অক্টোবর বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় বার্মিংহাম ২০২২ গেমসের ব্যাটন র‌্যালি। খবর বাসস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]