805

03/15/2025 কোভিড-১৯ এ আক্রান্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

কোভিড-১৯ এ আক্রান্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

রাজটাইমস ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩২

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রকোপে এবার আক্রান্ত হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

অসুস্থ এই কর্মকর্তা নগরীর সিঅ্যান্ডবি এলাকার তার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন অফিস। অফিস সূত্রে জানা গেছে, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ মারা যাওয়ার পর পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) শূন্য পদের সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। সেখানে তিনি গত মাসজুড়ে নির্বাচন নিয়ে কাজ করেছেন। এছাড়া ভোটার আইডি ও ন্যাশনাল আইডিসহ বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। এসব কাজ করতে গিয়েই তার শরীরে জ¦র, গলাব্যথা, মাথাব্যথা ও গা ব্যথা শুরু হয়। সন্দেহ থেকে তিনি করোনা ভাইরাস পরীক্ষা করান। গত ২৯ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে তার অবস্থা ভালো আছে জানিয়ে তিনি সবার কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]