8056

12/25/2025 ১০ টাকার হিসাবেও ২৫ হাজার টাকা ঋণের সুবিধা

১০ টাকার হিসাবেও ২৫ হাজার টাকা ঋণের সুবিধা

রাজটাইমস ডেস্ক

৬ জানুয়ারী ২০২২ ২১:৩৩

১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাবধারী ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫ হাজার টাকার ঋণেও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা রাখা হয়েছে।

এর আগে ৩ লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যেতো।

বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট-এফআইডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এফআইডি’র নতুন এ সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ২৫ হাজার টাকা বা এর থেকে বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রেও ব্যাংক নিজ বিবেচনায় এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেওয়া ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে, ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্যারান্টি ফি পরিশোধ করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]