8065

05/20/2024 জানুয়ারীতেই তীব্রসহ ৩ শৈত্যপ্রবাহ

জানুয়ারীতেই তীব্রসহ ৩ শৈত্যপ্রবাহ

রাজ টাইমস

৭ জানুয়ারী ২০২২ ০৫:৩০

চলতি মাসে সারাদেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এর মধ্যে একটি হবে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারি মাসে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে, এবার তার চেয়েও কমে যেতে পারে। এতে শীত পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। এদিকে, তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) গতকাল বুধবার আরও জানায়, এ মুহূর্তে দেশের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে- রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্র: মানব জমিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]