807

03/16/2025 বগুড়ায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

বগুড়ায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৮ সেপ্টেম্বর ২০২০ ০০:১২

 

বগুড়ার কাহালু উপজেলায় আমরান হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডুমুর গ্রাম এলাকা থেকে আমরানের লাশ উদ্ধার করা হয়।

নিহত আমরান হোসেন কাহালু উপজেলার ডুমুর গ্রামের আইজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরমান গাইবান্ধা কৃষি কলেজের শিক্ষার্থী ছিলেন। করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন ধরে তিনি নিজ গ্রামে বাস করছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। রাতভর আশপাশের এলাকা খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে আরমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের বরাতে ধারণা করা হচ্ছে, এলাকায় কোনো বিরোধের জেরে আরমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাফি/৩

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]