04/04/2025 ইতালিতে একদিনেই করোনায় মৃত্যু ১৯৮, শনাক্ত ২ লাখের বেশি
রাজটাইমস ডেস্ক
৭ জানুয়ারী ২০২২ ১৯:১৩
গত এক সপ্তাহে করোনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ইতালিতে। বৃহস্পতিবার (৬ জানুযারি) এক দিনেই ২ লাখ ১৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের।
ইতালিতে এদিন ১১ লাখ ৩৮ হাজার ৩১৩ জনের করোনা পরীক্ষা করা হয়।
২০২১ সালের শেষ দিকেই করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় দেশটিতে। বছরের শেষ দিন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন আক্রান্ত হন এবং মারা যান ১৫৫ জন।
এদিকে দেশটিতে সবকিছু স্বাভাবিকভাবে চললেও নিয়মনীতিতে বাড়তি সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে এফএফপি২ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন যানবাহনে।
সরকার বরাবরের মতো দেশের অর্থনীতি এবং জনগণের খাদ্য, কর্ম নিশ্চিত করতে যথাযথ চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে টিকার বুস্টার ডোজ দেওয়া অব্যাহত রয়েছে।
অন্যদিকে কোনো কোনো প্রাইভেট কোম্পানিতে শ্রমিকদের কাজের সময় পরিবর্তন করে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। করোনার প্রভাবে যেন কোম্পানি বন্ধ হয়ে না যায় সেজন্য বিভক্ত করা হয় এসব শ্রমিকদের।