8084

04/19/2025 কাতারের 'ব্যতিক্রমী লাল তালিকা'য় বাংলাদেশ

কাতারের 'ব্যতিক্রমী লাল তালিকা'য় বাংলাদেশ

ডেক্স রির্পোট

৭ জানুয়ারী ২০২২ ২১:৫১

বাংলাদেশসহ ৯ দেশকে 'ব্যতিক্রমী লাল তালিকা'য় অন্তর্ভুক্ত করেছে মধ্যপ্রাচ্যে তেলসমৃদ্ধ উন্নত রাষ্ট্র কাতার। ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তালিকায় বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, মিসর, নেপাল, বতসোয়ানা, লেসেথো, নামিবিয়া ও জিম্বাবুয়ে। বিবিসি বলছে, বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে করোনাভাইরাসে ঝুঁকি কতটা, এর ভিত্তিতে লাল ও সবুজ নামে দুটি তালিকা ছিল কাতারের।

এখন এর বাইরে মাঝামাঝি অবস্থায় থাকা দেশগুলো নিয়ে একটি ‘ব্যতিক্রমী লাল তালিকা’ করেছে দেশটি। মূলত এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণবিধি কার্যকর করবে কাতার। আর নতুন বিধি আগামীকাল (শনিবার) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। দেশটিতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কাজ করেন।দোহাস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ’ তালিকায় বাংলাদেশের নাম স্থান পাওয়ার বিষয়ে মিশন অবগত বলে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, এই তালিকার কারণে বাংলাদেশ থেকে আসা-যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি করা হয় করোনাভাইরাস-সংক্রান্ত প্রটোকল ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য।

সূত্র: মানব জমিন।।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]