04/19/2025 বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
ডেক্স রির্পোট
৮ জানুয়ারী ২০২২ ০১:৪২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতেহা পাঠ ও মোনাজাত করে ১৫ই আগস্ট সপরিবারে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ (সিনিয়র) অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, এডিসি জেনারেল ইলিয়াসুর রহমান ছাড়াও বিভিন্ন বিচারকগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।