8086

04/19/2025 সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ 

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ 

ডেক্স রির্পোট

৮ জানুয়ারী ২০২২ ০১:৪৩

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছরপূর্তিতে আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে এ তিন বছরে সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন থেকে একযোগে সম্প্রচারিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেয়। এর আগে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম সংসদেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ ও মহাজোট। ওই দুই মেয়াদেও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]