8107

03/12/2025 অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাবি প্রতিনিধি

৯ জানুয়ারী ২০২২ ০৫:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কার কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

তিনি রাজশাহীর বেলপুকুর থানার কাপাসিয়ার কানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আলেক (৩৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত আলেক একজন রাজমিস্ত্রি। মিলনায়তনে কাজ করার সময় শনিবার দুপুর দেড়টার দিকে অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা প্রথমে রাবি মেডিকেলে নিয়ে যান। পরে সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, অডিটোরিয়ামের কাজ করার সময় অসাবধানতাবশত তৃতীয় তলা থেকে পড়ে যায় । তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যায় । তিনি রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন বলে জেনেছি।  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]