8109

04/19/2025 রামেকে বৃদ্ধার মৃত্যু, বাড়ছে রোগীর চাপ

রামেকে বৃদ্ধার মৃত্যু, বাড়ছে রোগীর চাপ

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারী ২০২২ ০৫:৪৬

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (০৮ জানুয়ারি) ভোরের দিকে তার মৃত্যু হয়। সে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।   রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে ওই একজন রোগীই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৩১ জন ভর্তি আছেন। এর আগের দিনও এই সংখ্যা ছিল ২৬ জন। অর্থাৎ করোনা ইউনিটে আবারও রোগী বাড়তে শুরু করেছে। করোনা ইউনিটে এই ৩১ জনের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর তিনজন, নাটোরের চারজন, পাবনার দু’জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং বগুড়ার দু’জন রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে করোনা রোগী রয়েছেন সাতজন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭ জন। আর করোনা ধরা পড়েনি এমন ভর্তি রোগী আছেন সাতজন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]