04/04/2025 নগরীতে মসজিদ মিশনের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারী ২০২২ ০৮:১১
বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা করা হয়েছে। শুক্রবার (০৭ জানুয়ারী) সকাল ১০ টায় রাজশাহী নগরীতে এই কর্মসূচী পালন করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ড. কেরামত আলী।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, অবিলম্বে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন। বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখা তার সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তিনি সরকারসহ সাধারণ জনগনকে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আত্তার, মাওলানা নুরুল ইসলাম মনি প্রমুখ।