812

03/15/2025 সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

৮ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৯

করোনাকালীন সম্মুখযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

 এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, সিনিয়র সাংবাদিক এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি সাজেদুল হক সাজু।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]