8136

04/20/2025 রাজশাহীতে টিকা পেল ২২৭০ শিক্ষার্থী

রাজশাহীতে টিকা পেল ২২৭০ শিক্ষার্থী

লালন উদ্দীন, বাঘা

১০ জানুয়ারী ২০২২ ০৫:১২

রাজশাহীর বাঘা উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের কভিডের টিকা প্রদান শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে টিকা পেল ২২৭০ শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মাহমুদুর রহমান জানান, প্রথম দিন উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়,বাঘা মডেল উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, শাহ্দৌলা সরকারি কলেজ, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) ফাজিল মাদ্রাসা ও বাঘা মহিলা বিএম কলেজের ২ হাজার ২৭০ জন শিক্ষার্থী টিকা পেয়েছে। এইদিন ৭টি বিদ্যালয়ের টিকা দেওয়ার টার্গেট ছিল ৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী।
টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রাশেদ আহম্মেদ, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাশেম ওবায়েদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান । এছাড়া শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আজ সোমবার (১০ জানুয়ারি) ১৪টি বিদ্যালয়ের ২ হাজার ৯৩১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]