8146

09/20/2024 স্কটল্যান্ডের গ্লাসগোতে পড়ার সুযোগ

স্কটল্যান্ডের গ্লাসগোতে পড়ার সুযোগ

রাজটাইমস ডেস্ক

১০ জানুয়ারী ২০২২ ০৭:৩৮

উচ্চশিক্ষায় অন্যতম ঠিকানা হতে পারর স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য এখনো যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোই পছন্দের তালিকায় প্রথম থাকে। অক্সফোর্ড, কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের সেরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে অবস্থিত। বিশ্বের বিজ্ঞানভিত্তিক প্রকাশনার মোট ৮ শতাংশ বের হয় এখান থেকে। শিক্ষার্থীদেরও নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে। স্নাতকোত্তরে তেমনই একটি সুযোগ দিচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশসহ চীন ও ব্রুনেই এর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটির জন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। এক বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

শিক্ষার্থীরা কলা ও মানবিক, ব্যবসা ও ব্যবস্থাপনা, রসায়ন, শিক্ষা, ভৌগলিক এবং আর্থ সায়েন্স, আইন, জীবন বিজ্ঞান, মেডিসিন, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান এবং সামাজিক ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

গ্লাসগো বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন এর তথ্যমতে, ২০২১ এ ৯২ র‌্যাংকিংয়ে রয়েছে। ১৪৫১ সালে বিশ্ববিদ্যারয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* মনোনীত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০ পেতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৯০ স্কোর তুলতে হবে।
* নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

https://study-uk.britishcouncil.org/scholarships/great-scholarships/university-of-glasgowhttps://study-uk.britishcouncil.org/scholarships/great-scholarships/university-of-glasgow

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]