03/15/2025 নগরীতে পুলিশের অভিযানে আটক ১৩
রাজটাইমস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৫
রাজশাহী শহরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী ও মাদককারবারীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
আটককৃতদের বোয়ালিয়া মডেল থানার-০২ জন, রাজপাড়া থানার-০৭ জন, মতিহার থানার-০৩ জন ও কাশিয়াডাঙ্গা থানার-০১ জন।
এছাড়া আটককৃতদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে বাকি ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আরএমপির মুখপাত্র।