818

03/15/2025 ফেসবুক প্রশাসনে বাংলাদেশী

ফেসবুক প্রশাসনে বাংলাদেশী

রাজটাইমস ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৫২

ফেসবুক প্রশাসনে এবার জায়গা পেল বাংলাদেশী ভাষাভাষী। বাংলাদেশী ব্যবহারকারীদের প্রশাসনে এ নিয়োগ দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

নব নিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া ফেসবুকে বাংলাদেশি কনটেন্ট বিষয়ে যে কোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনা করবেন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সাইটটির সিঙ্গাপুরের আঞ্চলিক সদর দফতরের সঙ্গে বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছেন।

নব নিযুক্ত এই বাংলাভাষী কর্মকর্তা যে কোনো বিষয়ে দ্রুত সমাধানের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, কর ও ভ্যাটবিষয়ক আইন মেনে চলার আশ্বাস দিয়েছে বলে জানান মোস্তাফা জব্বার।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সংযুক্ত হওয়া ভার্চুয়াল মিটিং এ আরও উপস্থিত ছিলেন ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ, ফেসবুক পাবলিক পলিসিবিষয়ক পরিচালক অশ্বিনী রানা এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল।

এ সময় বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন আহবান তুলে ধরেন। তিনি ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মনে চলা ছাড়াও দেশ ও দেশের বাহির থেকে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিতকর মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নোগ্রাফি ও বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে আহ্বান জানান।

মন্ত্রী বৈঠকে উপস্থিতদের উদ্দেশ্যে আরো বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের সংশ্লিষ্ট সব প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব।

পাশাপাশি মোস্তফা জব্বার আশা প্রকাশ করেন বাংলা ভাষায় সঠিক অনুবাদের। তিনি রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]