8182

04/18/2025 করোনা উপসর্গ নিয়ে রামেকে কিশোরীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে রামেকে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারী ২০২২ ০১:৫৩

করোনা উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক তরুণীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই তরুণী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।  রামেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।  ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]