820

09/21/2024 ‘অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ’

‘অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

৮ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩১

 

রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধি দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। সেই চেতনা ধারণ করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁর আত্রাইয়ের গান্ধি আশ্রম ও রবীন্দ্রনাথের কাচাড়ী বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান সীমান্ত হত্যার একটি বড় কারণ। এসব কেনো হচ্ছে সেই বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এসময় রাজশাহী নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রীযুক্ত সঞ্জিব কুমার ভাট্টি, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।

কাফি/০১

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]