05/13/2025 অর্ধেক আসনে চলবে সকল ট্রেন
ডেক্স রির্পোট
১২ জানুয়ারী ২০২২ ১০:৩১
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা আসার পর বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। কোনো ট্রেন বন্ধ করা হবে না।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। সব ট্রেনই চলবে। কোনো ট্রেন বন্ধ করা না। আগামী ১৩ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে যাত্রীবাহী ট্রেন।’
করোনা সংক্রমণ রোধে ১৩ জানুয়ারি থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।
সরদার সাহাদাত আলী জানান, ১৫ জানুয়ারির ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১২ জানুয়ারি থেকে।
তিনি বলেন, ‘টিকিট আগাম বিক্রি হওয়ায় ১৩ জানুয়ারি থেকে ট্রেন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে না। যারা আগাম টিকিট কিনেছেন, তারা যেতে পারবেন। ১৫ জানুয়ারি থেকে ট্রেন যেন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারে, এজন্য মঙ্গলবার সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।’
সূত্র: সমকাল।