8235

04/25/2024 রাবিতে আবারও বাড়ল ভর্তির সময়সীমা

রাবিতে আবারও বাড়ল ভর্তির সময়সীমা

রাজ টাইমস

১৪ জানুয়ারী ২০২২ ১৪:৪৭

আসন ফাঁকা থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির সময়সীমা ফের বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো ভর্তির সময়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় তৃতীয় ধাপে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। মোট কতটি আসন ফাঁকা আছে সেটা এখন বলা যাচ্ছে না। তবে ‘সি’ ইউনিটে সবচেয়ে বেশি আসন ফাঁকা আছে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফা এবং পরবর্তীতে ১৫ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফায় ভর্তির সময়সীমা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]