04/19/2025 মিয়াপুর মিনি মার্কাজী জামে মসজিদের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২২ ১০:৫০
রাজশাহীর পবার আধুনিকমানের দৃষ্টিনন্দন মিয়াপুর মিনি মার্কাজী জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জ্ম্মুা এই মসজিদটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জোয়াদুল আহাদ খান ফারুক।
জানা গেছে,মিনি মার্কাজী মসজিদ ও মাদ্রাসার জন্য প্রথমে জায়গা দান করেন দাতা জোয়াদুল আহাদ খান ফারুক। এরপর তিনি ওই মসজিদটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন করেন।
জোয়াদুল আহাদ খান বলেন,নাম কিংবা পরিচিতির জন্য নয়, মূলত আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি পেতেই সেবামূলক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, এলাকার মুসল্লিরা পাঁচওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করতে পারবেন মসজিদ ও মাদ্রাসা থেকে।এসময় উপস্থিত ছিলেন জোয়াদুল আহাদ খান ফারুকের বড় ছেলে আসতাক আহাদ খান রুমেল, আরেফিন আহাদ খান সানিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।