8250

04/19/2025 শাবিপ্রবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা

শাবিপ্রবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা

রাজটাইমস ডেস্ক

১৭ জানুয়ারী ২০২২ ০১:১০

হল প্রভোস্টের পদত্যাগসহ ৩ দফা দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রীদের অভিযোগ সন্ধ্যায় ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আন্দোলনরত অবস্থায় তাদের ওপর হামলা করে।

জানা গেছে, আগে থেকেই প্রশাসনকে দাবী মেনে নেয়ার জন্য বেধে দেয়া সময় অনুযায়ী শনিবার সন্ধ্যা ৭ টার আগে থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসের প্রধান সড়ক অবরোধ করতে গেলে ছাত্রলীগের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ করে হল ছাত্রীরা।

এর পর থেকেই কয়েকশ ছাত্রী ক্যাম্পাসের প্রধান সড়ক অবরোধ করে শ্লোগান দিতে শুরু। এ নিয়ে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। খাবারের নিম্নমান, অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ করে আসছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের সঙ্গে ফোনে কথা বলে তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন ছাত্রীরা। পরে প্রভোস্টের পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন।

সূত্র:ইন্ডিপেন্ডেন্ট টিভি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]