8268

01/27/2026 করোনায় সংক্রামিত এমপি আয়েন

করোনায় সংক্রামিত এমপি আয়েন

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারী ২০২২ ১১:১৯


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) সকালে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এমপি আয়েন উদ্দিন বলেন, 'সংসদ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। শনিবার (১৫ জানুয়ারি) আমিও করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। রোববার সকালে ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয় আমার করোনা পজিটিভ এসেছে।'

দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়ে এমপি আয়েন আরও বলেন, ‘কয়েকদিন ধরে আমি সামান্য জ্বর ও সর্দি-কাশি অনুভব করছিলাম। এ ছাড়া আর কোন সমস্যা নেই। আমি ঢাকা আছি এবং ন্যাম ভবনে থেকে চিকিৎসা নিচ্ছি।’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]