8310

05/04/2024 রাবির নতুন কোষাধ্যক্ষ অবাইদুর রহমান

রাবির নতুন কোষাধ্যক্ষ অবাইদুর রহমান

রাবি প্রতিনিধি

২০ জানুয়ারী ২০২২ ০০:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামণিক-কে চার বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক (পিআরএল) মো. অবাইদুর রহমান প্রামনিক-কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, কোষাধ্যক্ষ হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানী ভাতা প্রাপ্ত হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যন্য সুবিধাও ভোগ করতে পারবেন।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ তার চার বছরের কার্যকালের শেষ কর্মদিবস ছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]