8311

04/19/2025 শাবি ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন 

শাবি ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন 

ডেক্স রির্পোট

২০ জানুয়ারী ২০২২ ০২:১০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ভিসি বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, ভিসির বাসভবনের নিরাপত্তার জন্য তারা সব সময় সেখানে অবস্থান করেন। আজো তাই করছেন।

শিক্ষার্থীরা গতকাল রাতে ভিসির পদত্যাগ দাবিতে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেন। এরপর পুরো রাতই শিক্ষার্থীরা ভিসির ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদী গানসহ নানা কর্মসূচি পালন করেন। কিন্তু দুপুর পর্যন্ত ভিসির পদত্যাগের ঘোষণা না আসার কারনে তারা অনশনে বসার প্রস্তুতি নিয়েছেন।


এদিকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের অশালীন বক্তব্যের প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জসিম উদ্দিন জানিয়েছেন, আমরা শিক্ষার্থীদের বিরুদ্ধে নই। তবে আমাদের দাবি হচ্ছে, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান সম্ভব। সেই সুযোগ শিক্ষার্থীদের তরফ থেকে পাওয়া যাচ্ছে না। এ কারনে শিক্ষকরা এসে ফটকে কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন তিনি।

ভিসি ফরিদ উদ্দিন আহমদ দুপুরে জানিয়েছেন, আমাদের শিক্ষকরা প্রথম দিন থেকেই আলোচনার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষকদের গালিগালাজ করা হচ্ছে। গতকালও শিক্ষকরা গিয়েছিলেন। তারা আলোচনা করেনি। তারা এখন ভিসির পদত্যাগ চায়। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। যদি ভিসি দোষী হন তাহলে মেনে নেয়া হবে। পুলিশ কর্তৃক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

সূত্র: মানব জমিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]