8328

03/14/2025 অনলাইন ক্লাসে যাচ্ছে না রাবি

অনলাইন ক্লাসে যাচ্ছে না রাবি

রাবি প্রতিনিধি

২১ জানুয়ারী ২০২২ ০২:৪৩

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনলাইনে ক্লাসে না গিয়ে সশরীরে স্বাস্থ্যবিধি নেমে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা এগারোটায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, আমরা আপাতত অনলাইন ক্লাসে যাচ্ছি না। সকল রকম স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে। কোন বিভাগ যদি প্রয়োজন মনে করে তাহলে তারা নিজ উদ্যোগে অনলাইনে ক্লাস নিতে পারবে। প্রতিটি হলে ৪ টি করে আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে। এবং হলের শিক্ষার্থীদের জন্য হাত ধুয়ে হলে প্রবেশ নিশ্চিত করতে প্রভোস্টদের জানানো হয়েছে। করোনায় কোন শিক্ষার্থী যদি আক্রান্ত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আইসোলেশন রেখে চিকিৎসা করা হবে।

তিনি আরও জানান,ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্যাম্পাসের দোকান, রাজনৈতিক,সামাজিক সংগঠন গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]