8335

03/14/2025 বন্ধ হলো সশরীরে ক্লাস

বন্ধ হলো সশরীরে ক্লাস

রাবি প্রতিনিধি

২২ জানুয়ারী ২০২২ ০৭:২৩

করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ও করোনার বিস্তার রোধে দুই সপ্তাহের জন‌্য সকল স্কুল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। স্ব স্ব বিভাগ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

বৃহস্পতিবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান.উল.ইসলাম বলেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী তাই আমরা সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস চালু থাকবে।

এদিকে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতিত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথারীতি চালু থাকবে।

এছাড়া জরুরি পরিসেবাসমূহ যথা: বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]