8339

04/22/2025 সংক্রমণের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ

সংক্রমণের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ

ডেক্স রির্পোট

২২ জানুয়ারী ২০২২ ০৭:৩৭

রাজশাহীতে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১৬০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ।

বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল হয়েছে।

এর আগের দিন গত বুধবার সংক্রমণের হার হয়েছিল ৪০ দশমিক ১৬ শতাংশ। ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭২ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়। এখানে সংক্রমণের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৮৮টি পজিটিভ রিপোর্ট হয়। এখানে সংক্রমণের হার হয় ৪৬ দশমিক ৮০ শতাংশ। গড় সংক্রমণের হার ৩৭ দশমিক ৬৪ শতাংশ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]