04/22/2025 সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২২ ০১:৪৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক মো. লিমন (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮ টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড়ের লুৎফর রহমানের ছেলে লিমন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিল। মাটিকাটা এলাকায় এলাকায় একটি ট্রাকের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সময় ঘটনাস্থলেনই চালক লিমন নিহত হন এবং অন্য দুজনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে সংঘর্ষের পরে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানায় ক্লোজ করে।