8344

04/22/2025 ভালোলাগা থেকেই উদ্যোক্তা- আরেফিন আহমেদ

ভালোলাগা থেকেই উদ্যোক্তা- আরেফিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারী ২০২২ ০২:১৩

আরেফিন আহমেদ। কাজ করছেন তাঁত পন্যে নিয়ে। আজ এই উদ্যোক্তার সাথে আমরা আলাপ করবো। 

রাজটাইমস: ব্যবসা শুরুর দিকটা যদি বলেন-  

আরেফিন আহমেদ: অনলাইনের মাধ্যমেই মূলত আমার উদ্যোগের কাজ শুরু করি।  ২১-২-২০২০ ইং থেকে ব্যাবসা করছি। 

রাজটাইমস: আইডিয়া পেলেন কিভাবে? 

আরেফিন আহমেদ: পন্যের গ্রহনযোগ্যতা থেকে।

রাজটাইমস: ব্যবসার শুরুর দিকের গল্পটা যদি বলতেন?

আরেফিন আহমেদ: আমার উদ্যোগ টা আসলে শুরু হয়েছিল তাত পন্যের প্রতি আমার ভালোলাগা থেকেই। পরবর্তীতে এই ভালোলাগা থেকেই নিজেকে উদ্যোক্তা হিসেবে বেছে নিই।

রাজটাইমস: কোন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন?

আরেফিন আহমেদ: তাঁত শিল্পের গ্রামিন চেক সেক্টর নিয়ে কাজ করছি। আমি যখন রাজশাহীর কাপড়ের মার্কেটে যেতাম তখন কোনো দোকানে আমি তাঁত গ্রামিন চেক নিয়ে কাজ করছে এমন কাউকে পাইনি। অথচ এটা বাংলাদেশের অনেক পুরোনো একটা ঐতিহ্য। দুঃখের বিষয় হচ্ছে রাজশাহীর অনেকেই এই ফেব্রিক সম্পর্কে পরিচিত নন।আসলে রাজশাহী তে গরম কালে এতো বেশি তাপদাহ হয় যে তাঁত ফেব্রিক রাজশাহীর মানুষের স্কিনের জন্য খুব উপযোগী বা বন্ধুসুলভ বলতে পারেন। আমার প্রথম থেকে একটাই চিন্তা, এই ঐতিহ্যের সাথে রাজশাহীর মানুষদের পরিচিত করানো।

রাজটাইমস: ব্যবসার শুরুটা কি অনলাইনেই, নাকি অন্য কোনো উপায়ে ছিল?

আরেফিন আহমেদ:  অনলাইনের মাধ্যমেই শুরু করি আমার উদ্যোগের কাজ।

রাজটাইমস: কাজ করতে গিয়ে কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন?

আরেফিন আহমেদ: হয়েছি এবং এখনো হই। আসলে উদ্যোক্তা জীবন মানেই সমস্যা ও সম্ভাবনার জীবন। পারিবারিক ভাবে কখনো বাধাগ্রস্ত হইনি, তবে চ্যালেঞ্জ ছিল কর্ম ক্ষেত্রে এবং এখনো আছে। এটাই স্বাভাবিক।

রাজটাইমস: নতুন উদ্যোক্তারা এই ধরণের ব্যবসায় আসতে চাইলে তাদের জন্য আপনার পরামর্শ কী?

আরেফিন আহমেদ: নতুনদের কে আগে তাঁত গ্রামিন চেক শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। অনেক কিছু আছে জানার এবং জানানোর। আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে, আমি যে ফেব্রিক নিয়ে কাজ করছি তা মানববান্ধব ও পরিবেশবান্ধব।

রাজটাইমস: উদ্যোক্তা জীবন সফল হতে কাদের ভূমিকা বেশি ছিল?

আরেফিন আহমেদ: কতোটা সফলতা পেয়েছি জানি না। আসলে সফলতার তো তেমন কোন সুস্পষ্ট ব্যাখ্যা নেই । তবে এ জায়গা পযন্ত আসতে আমার হাসবেন্ডের সহযোগিতা পেয়েছি সবচেয়ে বেশি। আমার মেয়ে ফারিফতা, পাঁচ বছরের ছোট্ট মেয়েটা হয়তো প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে পারে, তবে আমার কাজের পেছনে সে তার এবং আমার ব্যক্তিগত যেটুকু সময় উৎসর্গ করেছে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার ছোট ভাই আসিফ আহমেদ, যে সব সময় টেকনিক্যাল বিষয় গুলোতে আমাকে সহযোগিতা করেছে।

রাজটাইমস: বর্তমান প্রেক্ষাপটে আপনার ব্যবসা নিয়ে পরিকল্পনা কী?

-প্রথম থেকে আমার একটাই পরিকল্পনা। তাঁত গ্রামিন চেক সেক্টর টা অন্তত পক্ষে বাংলাদেশের এক তৃতীয়াংশ নাগরিকের সামনে তুলে ধরা এবং এই ঐতিহ্য সম্পর্কে জানানো।

রাজটাইমস: রেভিনিউ কেমন?

আরেফিন আহমেদ: প্রায় দুই বছর বয়স আমার উদ্যোগের। রেভিনিউ আসলে এক এক মাসে এক এক রকম হয়। তবে এভারেজ বলতে গেলে প্রতি মাসে ৳.২২০০০-৳.২৫০০০ মতো আসে।

রাজটাইমস: ভবিষ্যৎ পরিকল্পরা নিয়ে জানতে চাই -

উওর : নিজের কাজ কে সর্বোচ্চ স্তর পর্যন্ত নিতে যে পরিকল্পনার প্রয়োজন সেটাই আমার ভবিষ্যত পরিকল্পনা।

রাজটাইমস: অাপনাকে ধন্যবাদ।

আরেফিন আহমেদ: রাজটাইমস্ পরিবারকেও ধন্যবাদ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]