8356

04/19/2025 রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারী ২০২২ ০৫:১৭

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি চাকু ও ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন- নগরীর রাজপাড়া থানার বহরমপর ব্যাংক কলোনীর সিরাজুল ইসলাম সিজার (৩৩), তেরখাদিয়া মধ্যপাড়ার মিজু ওরফে জাকির ওরফে রাজ (২৫), রাজপাড়া মহল্লার তাইফ হোসেন শফি (১৯) ও কাটাখালী থানার দেওয়ানপাড়ার আরিফুল ইসলাম আরিফ (৩৫)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাঙা সীমানা প্রাচীরের পাশে এরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]