8359

07/27/2025 আড়ানী পৌর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আড়ানী পৌর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি

২৪ জানুয়ারী ২০২২ ০৫:৩১

সম্মেলনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে আগামী ২৮ জানুয়ারী আড়ানী পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে এই বর্র্ধিত সভা অনুষ্টিত হয়।

আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌরসভার ভাপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার, আড়ানী পৌর আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারী আড়ানী পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে বলে বর্ধিত সভায় সির্দ্ধান্ত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com