8366

04/19/2025 ফেসবুকে ‘কটূক্তি’ মামলায় ১০ বছরের সাজা

ফেসবুকে ‘কটূক্তি’ মামলায় ১০ বছরের সাজা

ডেক্স রির্পোট

২৫ জানুয়ারী ২০২২ ০৫:৪৪

ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ‘কাল্পনিক গল্প’ পোস্ট করার মামলায় রায়ে  আবদুল মুকিত ওরফে রাজু (২৬) নামের এক যুবকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায়ে অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অার্থিক জরিমানার দণ্ড ঘোষনা করেন। তার ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।  

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পর তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি  অভিযোগ করেন- ২০১৭ সালের ২৭ মে শিবির নেতা মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি ‘কাল্পনিক গল্প’ পোস্ট করেন। পরদিন তিনি এ ঘটনায় রাজশাহীর পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুকিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পবা থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং তথ্য প্রমাণ তদন্ত সাপেক্ষ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]