837

03/15/2025 রোনাল্ডোর শততম গোলে পরাস্ত সুইডেন

রোনাল্ডোর শততম গোলে পরাস্ত সুইডেন

রাজটাইমস ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৭

নিজের শততম গোলে দলের জয় ছিনিয়ে আনলেন পর্তুগিজ তারকা রোনালদো। সুইডেনের বিপক্ষে গোল করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

প্রথম ইউরোপিয়ান হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। ইতিহাসের দ্বিতীয় হলেও রোনাল্ডোই প্রথম ইউরোপিয়ান যিনি এই মাইলফলক ছুঁতে পারলেন।

শুধু নিজের জন্য নয় দলের জন্য ও গোল করেছেন এই বিশ্বসেরা স্ট্রাইকার। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে নেশনস লিগে ৩ নম্বর গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

শুরু থেকেই সুইডেনের জালে চলছিল পর্তুগালের হানা। রক্ষণভাগে প্রথমার্ধে অনেকবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারছিল না পর্তুগাল।

পর্তুগালের ক্রমাগত আক্রমনে ভুল করে বসে সুইডেন। ম্যাচের ৪৪তম মিনিটে গোল বাঁচাতে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন। ১০ জনে পরিণত হয় সুইডেন। এই ফাউলের কারণে ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল।

সুযোগ মিস করে নি গোলের ক্ষুধায় মত্ত ক্রিশ্চিয়ান। ৪৫ মিনিটে তার করা দুর্দান্ত ফ্রি-কিকে পর্তুগাল লিড নেয় । এই গোলে আর্ন্তজাতিক ক্যারিয়ারে গোলের সেঞ্চুরি পূরণ করেন রোনাল্ডো।

বিরতির পরই নিশ্চিত পরাজয়ের দরজা খুলে যায় সুইডেনের। দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ করতে ব্যর্থ হতে থাকে ১০ জনের সুইডেন দল। ম্যাচের ৭২ মিনিটে আরেকটি দুর্দান্ত গোল করেন সিআরসেভেন। ১০১ এ নিয়ে যান ব্যক্তিগত গোলসংখ্যাকে। অর্থাৎ গুনে গুনে আর মাত্র ৯ টি গোল দিয়ে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেবেন। বর্তমানে এ রেকর্ডের মুকুট পরে আছেন ইরানের আলি দাইয়ি। ১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন।

গুনে গুনে ১০ টি মাস অপেক্ষা করতে হয়েছে খ্যাতিমান এই তারকার। ঐতিহাসিক এই গোলের সেঞ্চুরির জন্য ৩৫ বছর বয়সী রোনালদোর অপেক্ষাটা অবশ্য বেশ দীর্ঘ ছিল। ৯৯তম গোলের পর দীর্ঘ ১০ মাস অপেক্ষায় ছিলেন। করোনার কারণে খেলা বন্ধ থাকায় অপেক্ষা এতো লম্বা হয়েছিল। শততম গোলটি করতে ১৬৫ ম্যাচ খেলতে হয়েছে রোনাল্ডোকে।

উল্লেখ্য, তিনি সর্বশেষ তার ক্যারিয়ারের ৯৯তম গোলটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে লাক্সেমবার্গের বিপক্ষে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]