04/19/2025 বাঘায় বৃদ্ধার আত্মহত্যা
বাঘা প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২২ ০৫:৫৮
রাজশাহীর বাঘায় রশিতে ঝুলে ঝর্ণা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহতের আত্মীয়রা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলাম জামালের স্ত্রী ঝর্ণা বেগম দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগছিলেন। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ির বারান্দায় রশিতে ঝুলে আত্মহত্যা করে। এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝর্ণা মানসিক রোগী ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।