8373

03/12/2025 রাবিতে করোনা শনাক্তের হার ৬৬.৬৬

রাবিতে করোনা শনাক্তের হার ৬৬.৬৬

রাবি প্রতিনিধি

২৬ জানুয়ারী ২০২২ ০৬:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। যা শতকরা হিসেবে ৬৬.৬৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান।

তিনি জানান, সোমবার পিসিআর ল্যাব টেস্ট এর জন্য তারা ৯৩টি নমুনা সংগ্রহ করেন। এই নমুনাগুলোর মধ্যে ৬২টি নমুনার পজিটিভ ফলাফল এসেছে। তিনি আরও জানান, যারা নমুনা দিতে আসছেন, তাদের মধ্যে বেশির ভাগই শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। শিক্ষার্থীরা খুব কমসংখ্যক নমুনা দিতে আসছেন। তবে যেসব শিক্ষার্থী নমুনা দিতে আসছেন, তাদের মধ্যে বেশিরভাগই করোনা পজিটিভ ফলাফল আসছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]